
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম ::
জামালপুর জেলা নিকাহ রেজিস্ট্রার (কাজী সমিতি)’র কার্যালয়ে সমিতির তিনজন সদস্য পবিত্র হজে গমন উপলক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বিকেলে ভোকেশনাল মোড় জেলা কাজী সমিতির কার্যালযে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ।

সরিষাবাড়ী পৌরসভা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মো. আজিজুর রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান, তিতপল্লা ইউনিয়নের কাজী মো. হাবিবুল্লাহ, শাহবাজপুর ইউনিয়নের কাজী মো. আসাদ উদ্দিন, শরিফপুর ইউনিয়নের কাজী মো. সাইফুল ইসলাম, রানাগাছা ইউনিয়নের কাজী মো. নজরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের কাজী মো. ফজলুল হক, সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের কাজী মো. হামিদুল হক প্রমুখ।
জানা যায়, দেওয়ানগঞ্জ চিকাজানী ইউনিয়নের কাজী মো. লুৎফর রহমান, বাহাদুরাবাদ ইউনিয়নের কাজী মো. নাজমুল হক ও ইসলামপুরের কাজী মুসলিম উদ্দিনের পবিত্র হজে গমন উপলক্ষে এই দোয়ার আয়োজন করা হয়।
পরে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কাজী সমিতির নেতৃবৃন্দ।
বাংলার চিঠি ডেস্ক : 



















