ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

ট্রেনে ডাকাতি ও হত্যা মামলার রায়ে পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

আমৃত্যু সাজাপ্রাপ্ত চার জন আসামিকে জেলা কারাগারে পাঠায় কোর্ট পুলিশ । ছবি : বাংলারচিঠিডটকম

আমৃত্যু সাজাপ্রাপ্ত চার জন আসামিকে জেলা কারাগারে পাঠায় কোর্ট পুলিশ । ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যা মামলার রায়ে পাঁচজন আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৭ মার্চ দুপুরে জামালপুরের বিশেষ জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন আসামি হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), রাজধানী ঢাকার মিরপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে রনি (২২)। তাদের মধ্যে রনি জামিনে বের হয়ে এখনও পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের স্বর্বস্ব ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ জামালপুর সদর উপজেলার নরুন্দি ও পিয়ারপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়। পরদিন জামালপুর রেলওয়ে থানার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ওসি খন্দকার শাকের আহমেদ ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে পাঁচজন আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নূরুল করিম ছোটন। আসামি পক্ষ সমর্থন করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মো. রফিকুল ইসলাম বাচ্চু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

ট্রেনে ডাকাতি ও হত্যা মামলার রায়ে পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

আপডেট সময় ০৯:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
আমৃত্যু সাজাপ্রাপ্ত চার জন আসামিকে জেলা কারাগারে পাঠায় কোর্ট পুলিশ । ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যা মামলার রায়ে পাঁচজন আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৭ মার্চ দুপুরে জামালপুরের বিশেষ জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন আসামি হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), রাজধানী ঢাকার মিরপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে রনি (২২)। তাদের মধ্যে রনি জামিনে বের হয়ে এখনও পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের স্বর্বস্ব ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ জামালপুর সদর উপজেলার নরুন্দি ও পিয়ারপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়। পরদিন জামালপুর রেলওয়ে থানার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ওসি খন্দকার শাকের আহমেদ ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে পাঁচজন আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নূরুল করিম ছোটন। আসামি পক্ষ সমর্থন করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মো. রফিকুল ইসলাম বাচ্চু।