
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরে গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা হালকা সুর্যের আলোর তাপ থাকলেও সন্ধ্যার পরেই ঠাণ্ডা ভয়াবহ রূপ নিচ্ছে।
এই তীব্র শীতে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষকে উষ্ণ রাখতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জেনীন তাসনীন জোনাকি।
৮ জানুয়ারি সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীর ফুলকোচা ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
যুব মহিলা লীগ নেত্রী জেনীন তাসনীন জোনাকি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব সময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। এবার শীত একটু বেশি। তাই সাধারণ মানুষদের শীত নিবারণের সামান্য প্রয়াস এটি।দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যে কোন দুর্যোগে পাশে থাকার চেষ্টা করি।
তিনি আরও বলেন, অসহায় মানুষদের পাশে আমি আগেও ছিলাম, আগামীতেও থাকবো। বিশেষ করে আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করি।