
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ২৩ আগস্ট বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। তিনি মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুল নাসের বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর সার্কেল সুমন কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অংকন কর্মকার, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 



















