জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শিল্পকলায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুক্তার হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান হীরু, মো. হায়দার আলী প্রমুখ। আলোচনা সভার আগে শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ২৬ মার্চ ভোরে জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর রিক্রিয়েশন ক্লাবসহ বিভিন্ন সংগঠন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জামালপুর মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উদ্যোগে জামালপুর মডেল মসজিদে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজজাক। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের ইমাম মৌলানা মাসউদ হোসাইন।