জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’— এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে জেলা পুলিশের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে বেলা ১১টায় পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, নারীনেত্রী লাইলী বেগম, ফাতেমা বেগম প্রমুখ।

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, মেয়েদের হাতে এন্ড্রয়েট ফোন তুলে দিয়ে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। ছেলেমেয়ে বিপদজনক সাইটে প্রবেশ করে নিজের জীবনকে অনিবার্য করুণ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের উন্নয়নের চলমান ধারাকে আরো গতিশীল করতে হবে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী সমাজকে তথ্য, প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হবে।