দুদু মিয়ার পাশে দাঁড়ালো তারুণ্যের আলো বকশীগঞ্জ

তারুণ্যের আলো বকশীগঞ্জ এর পক্ষ থেকে দুদু মিয়ার পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে এক অসহায়, দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়েছে তারুণ্যের আলো বকশীগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই উপকারভোগীর নাম দুদু মিয়া।

দুদু মিয়া বসবাস করেন বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের পেছনে একটি বাড়িতে।

জরাজীর্ণ ঘরে বসবাস করা দেখে ওই সংগঠনের সদস্যরা তার পাশে দাঁড়ান।

১০ ফেব্রুয়ারি বিকালে সংগঠনের পক্ষ থেকে দুদু মিয়ার পরিবারকে ঘর নির্মাণ বাবদ ১৫ হাজার টাকা সহায়তা করা হয়।

নগদ অর্থ হস্তান্তরকালে তারুণ্যের আলো বকশীগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য শাহরিয়ার আহম্মেদ সুমন, সা’আদ আহম্মেদ রাজু, ফয়সাল আহম্মেদ, মো. মোনাহার হোসেন, শামসুর রহমান ও শিশির আহম্মেদ উপস্থিত ছিলেন।

এই মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতায় যারা হাত বাড়িয়েছেন তারা হলেন- শাহরিয়ার আহম্মেদ সুমন, ফয়সাল আহম্মেদ, শহিদুল ইসলাম সানী, আহম্মেদ সুমন, আল মামুন সজীব, শাহরিয়ার মাহমুদ সোহাগ, মো. জয়, সওদাগর সুমন, ওয়ালিউল রাজু, মো. সাজু মিয়া, মো. নয়ন মিয়া, মো. রাজু, মো. রুমান, মো. পলাশ, হুমায়ুম আহম্মেদ, আবু সায়েম , শেখ সাহেদ।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক তারুণ্যের আলো বকশীগঞ্জ এর সদস্য এই মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।