মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি দুপুরে মেলান্দহ রিপোর্টাস ইউনিটির আয়োজনে ইউনিটির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাত-ইল কবীর, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল হাসান শেলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী, আমানুল্লাহ কবীরের ছোট ভাই হারুনুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, মেলান্দহ মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমান, সাংবাদিক তালুকদার আলমগীর আহম্মেদ শাহজাহান, জিল্লুর রহমান রতন, মুত্তাছিম বিল্লাহ, জাহিদ হাসান, ফিরোজ শাহ, সাকিব আল হাসান নাহিদ, রাকিব হাসান নয়ন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। স্মরণ সভা সঞ্চালনা করেন- ইউনিটির সম্পাদক ফরিদুল ইসলাম।

দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচার রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।