জামালপুরে জঙ্গিবাদবিরোধী দিবস পালিত

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বাংলাদেশ রুখে দাঁড়াও জঙ্গিবাদ’ এই শ্লোগান সামনে রেখে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে ২৫ নভেম্বর জামালপুরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর জেলা শহরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সদস্য আরজু আহম্মেদ, সংস্কৃতিকর্মী তারিকুল ফেরদৌস, নারীনেত্রী শামীমা খান, মহসিনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, রক্তার্জিত বাংলাদেশের স্বাধীনতা এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও সম্প্রীতিকে বিনষ্ট করার স্বার্থে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল শ্রেণি, পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।