কাজাইকাটা আশার আলো সামাজিক সংগঠনের ফাইনাল ফুটবল খেলায় নিশ্চিতপুর স্টুডেন্ট ক্লাব বিজয়ী

বিজয়ী নিশ্চিতপুর স্টুডেন্ট ক্লাব দল পুরস্কার গ্রহণ করে। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে কাজাইকাটা আশার আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট বিকেলে কাজাইকাটা হামিদ মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নিশ্চিতপুর স্টুডেন্ট ক্লাব এক- শূন্য গোলে মাহমুদপুর কিশোর উন্নয়ন ক্লাবকে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান ও খেলায় উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ তারা। খেলায় মধ্যমনি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন একরামুল।

খেলায় বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, আলহাজ শহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম জান মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, রাউফুল আজম রাসেল, আইন সম্পাদক জাওবায়েদ হোসেন লিলা মিঞা, কৃষি ও সমবায় সম্পাদক টিপু সুলতান, যুব ও ক্রিড়া সম্পাদক কাউসার আহমেদ, সাবেক প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশ্রফ হোসেন ময়না, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত সোহাগ, সাবেক মেম্বার আব্দুল হামিদ প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন কাজাইকাটা আশার আলো সামাজিক সংগঠনের সভাপতি মুকুল মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইদ্রিস আলী ও জাকির আহমেদ।