জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

১৫ মে সকালে জামালপুর জিলা স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ৫ নম্বর ইটাইল ইউনিয়ন ও ২ নম্বর শরিফপুর ইউনিয়ন দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের পর খেলোয়াড়দের সাথে করমর্দন করেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউপি চেয়ারম্যান আইনজীবী হাফিজুর রহমান স্বপন, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জামালপুর রেফারি এসোসিয়েশনের সদস্য মো. বাবুল হোসেন।

জানা যায়, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দল এই খেলায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম।

আগামী ২০ মে শুক্রবার বিকেলে জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।