সাংহাইয়ে কোভিডে একদিনে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ক্রমবর্ধমান সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে সপ্তাহব্যাপী লকডাউন শুরুর পর কোভিড-১৯ সংক্রমণে সাংহাইয়ে রবিবার একদিনে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি দুই বছরের কঠোর লকডাউন ও গণ টেস্টের জিরো-কোভিড-১৯ নীতি গ্রহনের মাধ্যমে করোনাকালে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি ও জনগণের মনোবল পুনরুদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই মাসের শুরু থেকে সাংহাইয়ের কসমোপলিটান ব্যবসা কেন্দ্র চলতি মাসের শুরু থেকে বন্ধ রয়েছে, সংক্রমণের কেন্দ্র হওয়ায় সাপ্লাইচেইন বন্ধ হয়ে যায়, নগরবাসীরা গৃহবন্দী হয়ে পড়েন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের বৃহত্তম এই নগরীতে প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হওয়া সত্ত্বেও করোনায় প্রথম ১৮ এপ্রিল মৃত্যুর ঘোষণা হয়।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, রবিবার একদিনে ৩৯ জনের মৃত্যুর কথা জানায়, এ নিয়ে সাম্প্রতিক সংক্রমণে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে।

লকডাউন শুরুর পর থেকে সাংহাইয়ের একদিনে সর্বোচ্চ শনিবার ১২ জনের মৃত্যু হয়েছে।