প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ জিতেছে জামালপুর জিলা স্কুল

অতিথিদের সাথে জামালপুর জিলা স্কুল ও রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় দলের খুদে ক্রিকেটারবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ বিন ইসলাম শুভ, ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জিলা স্কুল মাঠে ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জামালপুর জেলার চারটি মাধ্যমিক স্কুল দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় ১৪৯ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে জামালপুর জিলা স্কুল দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল, জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ও মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল অংশ নিচ্ছে।

১২ এপ্রিল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য মির্জা জিল্লুর রহমান শিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জি এস এম মিজানুর রহমান ও প্রাইম ব্যাংক জামালপুর শাখা প্রধান ও এফ এ ভি পি মো: শাহাদৎ হোসেন, বিসিবির গেইম ডেভলপমেন্ট জামালপুর জেলা কোচ ও জামালপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।

ম্যাচ সেরা জামালপুর জিলা স্কুলের সিক্ত গোপ।ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুর জিলা স্কুল ও রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়। টসে জিতে রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের অধিনায়ক ইউনুস আলী বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিংয়ে নেমে জামালপুর জিলা স্কুলের অধিনায়ক সরকার সাব্বির হোসেনের দলের ব্যাটিং নৈপুণ্যতায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩৮ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৬ রান। দলের হয়ে আলদীন তাঈব করেন ৬৮ বলে ৬৪ রান এবং ইনিংস সেরা খেলেন সিক্ত গোপ ৭৭ বলে ৭৫ রান।

জবাবে, রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জামালপুর জিলা স্কুলের বোলিং দাপটে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে মাত্র ১৪৭ রান। যার ফলশ্রুতিতে জামালপুর জিলা স্কুল ১৪৯ রানে জয় লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন জামালপুর জিলা স্কুলের সিক্ত গোপ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সতত সত্তম এবং আব্দুল কাইয়ূম। স্কোরার ছিলেন সৌম্যদ্বীপ বসু।

স্কোর : জামালপুর জিলা স্কুল ২৯৬/১০(৩৮ওভার)। ব্যাটসম্যান : সিক্ত গোপ ৭৫(৭৭), আলদীন তাঈব ৬৪ (৬৮)। বোলার : লিহান ০৫-০০-৩৪-০৩, সওকত রহমান ০৯-০১-৪৯-০২।

স্কোর : রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ১৪৭/১০ (৩৫ ওভার)। ব্যাটসম্যান : হাদি অন্তর ৪৩ (৪০), সওকত রহমান ১৯(২৬)। বোলার : সীমান্ত ইসলাম ০৯-০০-২৭-০৪, সিক্ত গোপ ০৩-০১-১১-০১।

১৩ এপ্রিল সকাল দশটায় মাঠে নামবে মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল ও জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ।