ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ জামালপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের দাফন সম্পন্ন শেরপুরে বিএনপির মিছিল সমাবেশ মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা সম্ভব নয় : মিজানুর রহমান ভূঁইয়া খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগনেতা জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ নতুন করে বাংলাদেশকে কিভাবে সাজাব সেইটা পরিকল্পনা করছি : শেখ রফিকুল ইসলাম বাবলু প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে খুন

মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী (৪৫) নামে একজন খুন হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ২৩ মার্চ বিকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহত শেখবর ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সাথে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর। আজ থানার একজন কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে প্রতিপক্ষ জিকোসহ ৪-৫ জন অতর্কিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো দা’সহ নানা দেশীয় অস্ত্র নিয়ে শেখবর আলীর গলা ও মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেখবর। এ ঘটনায় আহত হয় তার ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ জাজ মিয়া নামে দুইজনকে আটক করে পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শেখ আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহফুজার বেগম বলেন, আমরা ঢাহা থাহি। এল্লাডা জমি। ওই হানে গাছ লাগাইছি। এই গাছ ওরা কাইটা নিয়া গেছে। আমার পোলা বাধা দেয়। ওরা দাউ দিয়া কুপাইয়া আমার পোলাডারে মারছে।

নিহতের ছোট ভাই মাহফুজ বলেন, আমগোর ওপর অতর্কিতভাবে হামলা করেছে। আমার ভাইরে মাইরা ফালাইছে। আমারেও মারছে। আমরা এর বিচার চাই।

অন্যদিকে দোষীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে খুন

আপডেট সময় ০৭:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী (৪৫) নামে একজন খুন হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ২৩ মার্চ বিকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহত শেখবর ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সাথে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর। আজ থানার একজন কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে প্রতিপক্ষ জিকোসহ ৪-৫ জন অতর্কিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো দা’সহ নানা দেশীয় অস্ত্র নিয়ে শেখবর আলীর গলা ও মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেখবর। এ ঘটনায় আহত হয় তার ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ জাজ মিয়া নামে দুইজনকে আটক করে পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শেখ আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহফুজার বেগম বলেন, আমরা ঢাহা থাহি। এল্লাডা জমি। ওই হানে গাছ লাগাইছি। এই গাছ ওরা কাইটা নিয়া গেছে। আমার পোলা বাধা দেয়। ওরা দাউ দিয়া কুপাইয়া আমার পোলাডারে মারছে।

নিহতের ছোট ভাই মাহফুজ বলেন, আমগোর ওপর অতর্কিতভাবে হামলা করেছে। আমার ভাইরে মাইরা ফালাইছে। আমারেও মারছে। আমরা এর বিচার চাই।

অন্যদিকে দোষীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।