৯৭ বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় জাবেদ আলী শেখ নামে ৯৭ বছর বয়সের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ ফেব্রুয়ারি সকালে উপজেলা নয়ানগর ইউনিয়নের মাল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আলি ওই এলাকার মৃত আব্বেছ আলির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১১ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে জাবেদ আলি (৯৭) তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ১২ ফেব্রুয়ারি সকালে ফজরের নামাজ পড়ে আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে ওঠার জন্য পরিবারের লোকজন ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাদের ডাক চিৎকারে লোকজন এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে পুলিশে খবর দেন।

নিহতের ছেলে মো. সামিউল বলেন, আমার পিতা দীর্ঘদিন যাবত পেটের পীড়ায় ভুগছিলেন। অসুস্থতার কারণে কষ্টে-অভিমানে আত্মহত্যা করতে পারেন তিনি।

মেলান্দহ থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে মরদেহ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।