দেওয়ানগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি, আইন মেনে চলা এবং সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোখলেসুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষতি মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে উপজেলার চুকাইবাড়ী, হাতীভাঙ্গা, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।