বকশীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বকশীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর দুপুরে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইসিটি দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।