মাদারগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৫ দোকান ভষ্মিভূত

মাদারগঞ্জের শ্যামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভূঁইয়া মার্কেটের একটি দোকান। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভূঁইয়া মার্কেটে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ দোকানের অন্তত টাকার মালামাল পুড়ে গেছে। ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ২৬ সেপ্টেম্বর রাতে মার্কেটের নূরজাহান গার্মেন্টস থেকে আগুন পার্শ্ববর্তী সান কসমেটিক্স, মেহেদী ফ্যাশন ও একটি বাস কাউন্টার অফিসে ছড়িয়ে পড়ে।

ওই মার্কেটের মালিক সিরাজুল ইসলাম বাদল ভূঁইয়া জানান, মার্কেটের একজন ব্যবসায়ী কয়েকটি ব্যাংক থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেছেন। আগুন লাগার আগে তিনি তার দোকানের অধিকাংশ মালামাল এক আত্নীয়ের দোকানে সরিয়েছেন। বাদল ভুঁইয়ার ধারণা, সম্ভবত ব্যাংক ঋণ মাফ পাওয়ার চিন্তা থেকে ওই ব্যবসায়ী নিজেই প্রায় মালামাল শূন্য তার দোকানে আগুন দিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

এ ছাড়া উপজেলার কয়ড়া বাজারেও অগ্নিকাণ্ডে আলম মেডিকেল হল ও রাফি প্রীতি মাইক এন্ড ব্যাটারি সার্ভিস নামে দুটি দোকানে আগুন লেগে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।