সরিষাবাড়ীতে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন

সরিষাবাড়ীতে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে গ্রামনিখাই গণপাঠাগার উদ্বোধন করা হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গিকার, গ্রামে গ্রামে পাঠাগার’ শীর্ষক শ্লোগানে ১১ সেপ্টেম্বর দুপুরে সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত গ্রামনিখাই-বিনিময় মোড়ে এটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেশের প্রথম স্টেশন পাঠাগারের উদ্যোক্তা ও মঞ্চ অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা শেখ মোহাম্মদ আতিফ আসাদ, আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান, ডোয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির।

পাঠাগারের উদ্যোক্তা জানান, মিলন স্মৃতি পাঠাগার মাত্র ২০টি বই নিয়ে শুরু হয়েছিল। এখন এ পাঠাগারে তিন হাজারের অধিক বই আছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার গ্রামে গ্রামে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। যার মাধ্যমে গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা জ্ঞানের আলোয় আলোকিত হবে।