মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে মেলান্দহে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর দুপুরে হুমায়ুন কবির টেকনিক্যাল ইন্সটিটিউটের মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হুমায়ুন কবির টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির সোনাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি কিসমত পাশা। অনুষ্ঠান সঞ্চালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক শাহ জামাল।

বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- ইনস্টিটিউটের সুপার প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক অধিকারের ক্যাম্পাস প্রতিনিধি এস. এম. আল ফাহাদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর খান দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুস সাত্তার মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে গতানুগতিক ও কারিগরি শিক্ষাকে বাস্তব রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।