সিডস প্রকল্পের গাছের চারা রোপণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিডস প্রকল্পের গাছের চারা রোপণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের সহযোগিতায় ওয়ার্ড কমিটির সদস্যদেরকে ফলজ গাছের চারা রোপণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৪ আগস্ট বকশীগঞ্জ প্রকল্প কার্যালয়ে প্রাঙ্গণে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল হোসেন, সিডস প্রকল্পের বকশীগঞ্জ সমন্বয়কারী হামিদুল ইসলাম, নার্সারী মালিক মোস্তফা মিয়া প্রমুখ।

সিডস প্রকল্পের গাছের চারা রোপণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে ইসলামপুর উপজেলায় ২৫ আগস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কৃষি উপ-সহকারী নাজমুল হাসান খান, ঘোঠাইল বাজারের নয়ন নার্সারীর মালিক মো. তোতা সেখ ও সিডস প্রকল্পের ইসলামপুর উপজেলা সমন্বয়কারী মো. শওকত উসমান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আলোচকগণ ফলজ গাছের চারার বৈশিষ্ট্য, চারা রোপণের উপযুক্ত সময়, স্থান নির্বাচন, গর্ত খনন, সার ব্যবস্থাপনা, খুঁটি দেওয়া, বালাই ব্যবস্থাপনাসহ যাবতীয় পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে তিনটি ইউনিয়নের মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।