সশরীরে পরীক্ষা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ), ২০১৯ সালের সিএসসি তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টার, ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, চতুর্থ সেমিস্টার (পুরাতন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, চতুর্থ সেমিস্টার (নতুন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের ইসিই পার্ট-১, ২য় সেমিস্টার, ২০১৯ সালের ইসিই পার্ট-৪, সপ্তম সেমিস্টার, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে।