সরিষাবাড়ীতে স্কুল মাঠে পশুর হাট

সরিষাবাড়ীতে স্কুল মাঠে বসেছে পশুর হাট। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে স্কুল মাঠে বসেছে পশুর হাট। ১৭ জুলাই উপজেরার পোগলদিগা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ পশুর হাটের চিত্র দেখা যায়।

জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি গরুর হাটে পশু বেচাকেনা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে পশুর হাটের কোন না থাকলেও হাটগুলো বসেছে স্থানীয় প্রশাসনকে মেনেজ করে।

হাট কমিটির সদস্য সুলতান মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পশুর হাট বসানো হয়েছে। স্কুল কমিটির সাথে কথা বলেই এ হাট বসানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান, পৌরসভাতে ৩টি হাট ও ইউনিয়নে ১২টি হাটের সরকারি অনুমোদন দেওয়া আছে। তবে হাট কমিটি সেখানে পশুর হাট বসাতেই পারে। সেটা তাদের বিষয়।