শেরপুরে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের জামতলী বাজারে ১৭ জুলাই বিকালে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর সদর উপজেলার খাসপাড়ার মো. আব্দুল গফুর এংরাজ আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন দুলাল (২৭) ও টাকিমারির মৃত আহর শেখের ছেলে মো. ইদ্রিস আলী (৫৬)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হেরোইন ও মোবাইল। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার, সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে একটি আভিযানিক দল ১৭ জুলাই বিকাল সোয়া চারটার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের জামতলী বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের জান্নাত ফার্মেসির সামনে পাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলাল ও মো. ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।