অপরাধ দমনে নয়া ওসির কঠোর ভূমিকা চান শেরপুরের গণমাধ্যমকর্মীরা

শেরপুরে ওসি মনসুর আহাম্মদের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের সাথে বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন দুপুরে থানা কম্পাউন্ডে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর ও নকলা থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া।

এ সময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ, ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুর রহমান এবং গণমাধ্যমকর্মীরাসহ পুুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সদর এলাকা ও শহরে কীভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা যায় এবং অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকার আশা প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। এ সময় অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকার অঙ্গিকার করে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে।