সরিষাবাড়ীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৭

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ মে রাত ১১টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে স্থানীয় একটি জুয়াড়ি দল দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছে। এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জুয়াড়িরা এসে জুয়ার আসর বসাতো। ২৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনর্চাজ আব্দুল লতিফের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সাত জুয়াড়িদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হল-আব্দুল হাই, মামুনুর রশিদ, রেজাউল করিম, সেলিম মিয়া, সুমন, হেলাল উদ্দিন ও বাবলু মিয়া। ২৯ মে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুল লতিফ জানান, জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ মে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।