শেরপুরে বাস ও সিনেমা হল কর্মচারীরা পেলো জেলা প্রশাসনের সহায়তা

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ১২০ জন বাস শ্রমিক ও ১২ জন সিনেমা হল কর্মচারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে জেলার সকল প্রকার দূরপাল্লার যানবাহন এবং সিনেমা হল। এ কারণে আয় রোজগারহীন হয়ে পড়ে এই দুই পেশার সাথে জড়িত লোকজন।

এ দিন জেলা জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ওইসব শ্রমিক ও কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছ থেকে এসব সহায়তা গ্রহণ করেন।

এছাড়া সদরের সত্যবতী ও রূপকথা সিনেমা হলের ১২ জন কর্মচারীও পান মানবিক সহায়তা।

জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।