ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ও বোয়ালমারী এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

২৬ মার্চ দিনব্যাপী ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।