নকলায় মাঠ দিবস অনুষ্ঠিত

নকলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডায়মন্ড জাতের আলুর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইস্কা এলাকায় কৃষিসম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে ৭ ফেব্রুয়ারি বিকেলে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।