নকলায় ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

নকলায় ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বীজ উৎপাদন বারি সরিষা-১৭ এর ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরের নকলার উপজেলার উরফা ইউনিয়নে কৃষিসম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে ৭ ফেব্রুয়ারি সকালে ওই মাঠ দিবস অনুষ্ঠিত ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষক কামাল উদ্দিনসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।