নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া থেকে দুই বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম (২৫)। তিনি নালিতাবাড়ী উপজেলার বুরুংগা গ্রামের মো. হাসমত আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৮ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন আন্দারুপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের শান্তির মোড়ের চৌরাস্তায় মো. সাইফুল ইসলামের মুদির দোকানের পশ্চিম পার্শ্বে নাকুগাঁও-কামালপুর রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুই বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।