র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের পলিথিনবিরোধী অভিযান, একজনকে সাজা

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী মো. এরশাদ আলী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। পলিথিন বাজারজাত করার অপরাধে একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুন।

৩ জানুয়ারি র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জব্দ করা অবৈধ পলিথিন।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুনের উপস্থিতিতে ৩ জানুয়ারি বেলা ১১টার দিকে শিমুলতলী (ধানুপাড়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী মো. এরশাদ আলীকে (২৪) ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম। মো. এরশাদ আলী শেরপুর সদর উপজেলার টানপাড়া গ্রামের আহের মাহমুদের ছেলে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধনী/২০১০ এর ৬ (ক) ধারার অপরাধে ১৫ (১) ধারার টেবিল এর ৪ (ক) অনুযায়ি তাকে এ সাজা দেওয়া হয়।

ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ শেরপুর সদর এলাকায় অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।