জামালপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর সকালে জামালপুর সদর উপজেলা প্রশাসন মিলনায়তনে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম, জামালপুরের মুখ্য পাট পরিদর্শক মো. মঞ্জুরুল হক বাদল, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস, মনিটরিং কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মেলান্দহ পাট অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সাম্মী আক্তার সূচি প্রমুখ।

জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় মোট ১০০ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত সকল চাষীকে সম্মানী ভাতাসহ অন্যান্য ভাতা ও একটি করে পাটের তৈরি ব্যাগ দেওয়া হয়।