রোকেয়া দিবসে সরিষাবাড়ীতে ৫ জয়িতা পেলেন বিশেষ সম্মাননা

জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির সুবিধাভোগী মহিলা ও শিশুদের স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মরিয়ম খাতুন, সফল জননী হিসেবে মায়ারাণী শীল, সমাজ উন্নয়নে অসমান্য অবদানে জোসনা বেগম, নির্যাতনের বিভীশিখা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ায় রেখা খাতুন মুক্তা ও শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে বিনিময় ভৌমিককে সম্মাননা দেওয়া হয়।