বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত, ৫ জয়িতাকে সম্মাননা

শ্রেষ্ঠ পাঁচজন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এর কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন সফল নারীকে সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উন্নয়ন সংঘের এফএফ নাসরিন আক্তার, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক শাহীন আল আমিন, জয়িতা বিজয়ী নারী তানজিলা আক্তার, ফুলেরানী বেগম প্রমুখ।