মেলান্দহে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী এবং তাদের কাছ থেকে উদ্ধার মাদকদ্রব্য, মাদক বিক্রির টাকা ও মোবাইল সেট। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ২০ নভেম্বর রাতে তাদেরকে আটক করে।

আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন- মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ার মৃত নূর হোসেন শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে মো. মোমিন (২২)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ নভেম্বর রাত আটটার দিকে মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার আব্দুল হাই ভাসানীর বাড়ির পূর্ব পাশে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ও মো. মোমিনকে আটক করা হয়।

মো. নজরুল ইসলামের কাছ থেকে .২৫ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবা বড়ি এবং নগদ ১১ হাজার ৭০ টাকা এবং মো. মোমিনের কাছ থেকে ৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার মাদকগুলোর আনুমানিক মূল্য ১৩ হাজার ৮০০ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।