দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে সবজি চাষ

বীজ রোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন ও ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেশে এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না- সে অনুয়ায়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উপজেলা চত্বর ও আশে পাশের পতিত জমিতে শীতকালীন সবজি চাষের যৌথ উদ্যোগ নিয়েছে।

১৯ অক্টোবর সকালে বীজ রোপণ করে সবজি চাষ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াও সবজি বীজ রোপণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, দেওয়ানগঞ্জ বৃক্ষ হাটের তৌফিক হোসেন প্রমুখ।

ইউএনও সুলতানা রাজিয়া জনসাধারণদের তাদের বাড়ির আঙিনা পতিত না রেখে সবজি চাষ করার জন্য আহ্বান জানান।