বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জিগাতলা এলাকা থেকে ১২০টি ইয়াবা বড়ি ও এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ১৫ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক কারবারি হলেন মো. সুমন রহমান সজিব (৩২)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা গ্রামের মো. নুরুল হকের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫ অক্টোবর দুপুর একটার দিকে বকশীগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার মালিরচর জিগাতলা গ্রামের মো. মাহার আলীর বসতবাড়ির উত্তর পার্শ্বে বকশীগঞ্জ-সাধুরপাড়া সড়ক থেকে মাদক কারবারি মো. সুমন রহমান সজিবকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ১২০টি ইয়াবা বড়ি, এক কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

মাদক কারবারি মো. সুমন রহমান সজিবের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।