বকশীগঞ্জে নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সারাদেশে নারী ধর্ষণের প্রতিবাদে ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সহযোগিতায় এবং এসডিজি অর্জনে জামালপুর জেলা নেটওয়ার্কের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উন্নয়ন সংঘ ইইউ সিএসও প্রকল্পের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ এর সঞ্চালনায় মানববন্ধনে এসডিজি অর্জনে জামালপুর জেলা নেটওয়ার্কের সভাপতি মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা এলায়েন্সের সভাপতি ও সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উন্নয়ন সংঘের এফএফ নাসরিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে উন্নয়ন সংঘের প্রতিনিধি, এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের সদস্য, উপজেলা এলায়েন্স এর সদস্য, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী ফোরামের সদস্যরা অংশ গ্রহণ করেন।

বক্তারা সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এসব ধর্ষণ মামলা দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করার দাবি জানান।