সরকারি ওষুধ বিক্রির দায়ে একজনকে কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. ছোটন ময়না। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত শেরপুর সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকায় সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রয়ের অপরাধে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ১৩ সেপ্টেম্বর রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তের নাম মো. ছোটন ময়না ওরফে ছোটন (৪০)। তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়া পশ্চিম পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃতে¦ এবং শেরপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর, শেরপুর এর নির্বাহী হাকিম মো. মিজানুর রহমানের উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার শিমুলতলা বাজারের কমলা মেডিকেলের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওষুধ আইন ১৯৪০ এর ধারা অমান্য করায় মো. ছোটন ময়না ওরফে ছোটনকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।