ইউপি চেয়ারম্যান রাখালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের ওপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের ওপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকালে দেওয়ানগঞ্জ পৌসভার থানা সড়কে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সর্বস্তরের মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, জেলা ছাত্রলীগের সদস্য হযরত আলী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক, আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান চাঁন, চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম আকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রুকনুজ্জামান রোকন, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদ সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাদির বিল্লাহ শিপন, উজ্জল মিয়া, মিনহাজুল ইসলাম, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ। মানববন্ধনের আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন এম রশিদুর রহমান বাদল।

২৪ আগস্ট রাতে পৌরসভার বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাসায় যাওয়ার পথে শহীদ হাসেম সড়কে উৎপেতে থাকা সন্ত্রাসীরা শাকিরুজ্জামান রাখালকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ঘটনায় আহত রাখালের ভগ্নিপতি আব্দুর রাজ্জাক বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হামলাকারীদের একজন আমিনুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।