বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণে অর্থ সহায়তা

ব্যারিস্টার ছামির সাত্তারের দেওয়া সহায়তার টাকা গণ্যমান্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বিলেরপাড়-গাজীরপাড়া বাজার রাস্তা নির্মাণের জন্য ২৫ আগস্ট বিকালে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার ছামির সাত্তারের ব্যক্তিগত তহবিল থেকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের রাস্তাটি নির্মাণের জন্য নগদ ৩৩ হাজার টাকা দেওয়া হয়।

ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দসহ অন্যান্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ছাইদুর রহমান, সাখাওয়াত হোসেন, মিজা সোহেল, জিসান হাবিব, হাজী কিংরাজ, তাইরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার এই রাস্তাটি নির্মাণের জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

তবে রাস্তাটি পুরোপুরি সচল করতে হলে আরও অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বিলেরপাড়সহ কয়েকটি গ্রামের মানুষ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সম্পূর্ণ মেরামত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।