সানন্দবাড়ীতে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গ্রন্থ দিলেন ড. জহুরুল

অধ্যাপক ফতেহুল বারী আকন্দের হাতে গ্রন্থটি তুলে দেন ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অধ্যাপক ফতেহুল বারী আকন্দকে নিজের লেখা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গ্রন্থ দিলেন ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। মুজিববর্ষ উপলক্ষে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে হাট ইজারাদার কার্যালয়ে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে গ্রন্থটি শুভেচ্ছা স্বরূপ দেন তিনি।

দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক সরকারের জ্যেষ্ঠ ছেলে ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। তিনি বর্তমানে সিরাজগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গ্রন্থটি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোরহান উদ্দিন, মোস্তাইন বিল্লাহ, কবি আজিজুর রহমান। গ্রন্থটি দেওয়ার পর বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ।

চর আমখাওয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু জানান, ড. মোহাম্মদ জহুরুল ইসলাম রচিত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গ্রন্থটি সত্যিই আমাদের জন্য গৌরবের বিষয়। এ গ্রন্থটি পড়ে অনেক কিছুই জানা যাবে।

ফতেহুল বারী আকন্দ জানান, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি নিয়ে লেখা এ ধরনের দালিলিক গ্রন্থ ইতোপূর্বে রচিত হয়নি। এ ধরনের গ্রন্থ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌছানো উচিৎ বলে তিনি মনে করেন।