করোনায় সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাঞ্চন কুমার পোদ্দার (৬০) নামে এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৩ আগস্ট বিকাল ৩টায় জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজি রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা হাসপাতাল সূত্র জানায়, কাঞ্চন কুমার পোদ্দার গত ১১ আগস্ট করোনাভাইরাসের সন্দেহ নিয়ে উপজেলা হাসপাতালে গিয়ে নমুনা দেন। পরদিন ১২ আগস্ট প্রাপ্ত প্রতিবেদনে তার দেহে করোনাভাইরাসের পজেটিভ পাওয়া যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ১৩ আগস্ট দুপুরে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ আর মৃত্যু হয়েছে ৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাঞ্চন কুমার পোদ্দার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট রাতেই স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।