সিধুলী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানে পুলিশি সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানাধীন সিধুলী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ৮ আগস্ট ইউনিয়ন পরিষদ চত্বরে এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবাদুর রহমান বেলাল, মাদারগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামিউল আলম পিপিএম, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিলন, বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিটের অন্যান্য কর্মকর্তা ও কনস্টেবলসহ গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃ, স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।