দেওয়ানগঞ্জে বন্যার্তদের পাশে ইউএনও সুলতানা, দিচ্ছেন খিচুরি, রুটি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর পাশে রুটি, খিচুরি নিয়ে পাশে দাড়িয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
জানা গেছে, ভয়াবহ দ্বিতীয় দফায় বন্যায় উপজেলার ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা তীরবর্তী এলাকার বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে উপজেলার ৫টি আশ্রয় কেন্দ্রে। আশ্রয় নেওয়া পরিবারগুলো লাকড়ি ও চুলার সমস্যায় রান্নার বেঘাত হওয়ায় আশ্রয় কেন্দ্রর ৫০০ পরিবারদের জন্য রুটি ও খিচুরি রান্না করে আশ্রয় কেন্দ্রে পরিবারগুলোর মাঝে ১৯ জুলাই রাতে বিতরণ করা হয়।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা এনামুল হাসান জানান, বানভাসি মানুষ যেন রান্নার সমস্যায় না খেয়ে থাকে সেদিকে লক্ষ্য করে সরকারি গ্রন্থাগারে রুটি ও খিচুরি রান্না করে আশ্রয় কেন্দ্রের ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খিচুরি ও রুটি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছি। যেন কোন মানুষ না খেয়ে থাকে। এছাড়া উপজেলার ইউনিয়নগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।