ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২৭০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি মো. স্বপন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৭০টি ইয়াবাসহ মো. স্বপন মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার তাওয়াকুচা বন এলাকায় ১৪ জুলাই সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার মৃত ছমির উদ্দিনের ছেলে।

জানা গেছে, র‌্যাব জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জুলাই সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাওয়াকুচা বন পাহারাদার চৌকির সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. স্বপন মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ২৭০টি ইয়াবা বড়ি এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারি মো. স্বপন মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।