উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা মরহুম সামছুল হুদার মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মো রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বৃহত্তর ময়মনসিংহে অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী জামালপুরে পালিত হয়েছে।

৭ জুলাই উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির হলরুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ মোহাম্মদ মমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব আব্দুল মান্নান ভাষানী।

স্মরণ সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নুরল ইসলাম, সদস্য রেবেকা সুলতানা, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন, প্রকল্প সমন্বয়কারী জোৎস্না আক্তার প্রমুখ।

স্মরণসভা শেষে মরহুম সামছুল হুদার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের স্মরণে স্থাপিত ‘সামছুল হুদা স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়।

উল্লেখ যে মরহুম সামছুল হুদা ২০১৯ সালের ৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।