নকলায় মাস্ক না পরায় গুনতে হলো জরিমানা

নকলা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মাস্ক না পরায় সাত পথচারীকে দুই হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জুন বিকেলের দিকে পৌরশহরের বিভিন্ন এলাকায় সাতজন পথচারীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, যারা সচেতন হয়েও মাস্ক ব্যবহার করছে না তাদের এই জরিমানা করা হয়েছে এবং তাদের মধ্যে আমরা মাস্ক বিতরণ করেছি। গণপরিবহনেও আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি যাত্রী সাধারণ ও চালকরা স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে। সবার সহযোগিতা পেলে আমরা করোনাকে জয় করতে পারব। আমরা প্রতিনিয়তই সর্বসাধারণকে সচেতন করছি। আগের চেয়ে এখন মাস্ক ব্যবহারের লোকজনের সংখ্যা বেড়েছে।