নালিতাবাড়ীতে মাতালের ছুরিকাঘাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কৃষক খুন

বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনির শিকার তিন ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাতালদের ছুরিকাঘাতে এক কৃষক খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুনীল মারাক। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ২০ মে রাতে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ খুনের ঘটনায় অভিযুক্ত তিন মাতালকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক সুনীল মারাক স্ত্রী, সন্তান ও মেয়ের জামাইকে নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকায় বোরো ধান কেটে ভ্যান বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিকে থেকে আসা মদ্যপ তিন মোটরসাইকেলআরোহী ভ্যানটির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

এ সময় মাতাল ওই তিন ব্যক্তি সুনীলের স্ত্রী দীবাশ মারাককে মারধর শুরু করে। এ ঘটনায় সুনীল তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে যায়। পরে মাতালরা সুনীলের উপর হামলে পড়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুনীল ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ওই তিন মাতালকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

হামলাকারীরা হচ্ছে স্বপন, পিরেন্দ্র সাংমা ও অন্যজন অজ্ঞান থাকায় তার নাম জানা যায়নি।

এদের মধ্যে স্বপনের বাড়ি জামালপুর জেলায় ও পিরেন্দ্র সাংমা নেত্রকোনার ধোবাউরার মুন্সিরহাট এলাকার বাসিন্দা।